
রবিবার ২৫ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: এইমুহূর্তে ছোটপর্দা থেকে সমাজমাধ্যমে ভাইরাল আমির খান এবং রণবীর কাপুরের বিজ্ঞাপন। একটি খেলার বেটিং অ্যাপের জন্য বেশ বড়সড় একটি বিজ্ঞাপনের ভিডিওতে তাঁরা মুখোমুখি হয়েছেন। বলা ভাল, দ্বৈরথে জড়িয়েছেন। ভরা পার্টিতে পরস্পরের পিছনে লাগতে দেখা যায় দু'জনকে। চিৎকার করে রাগারাগিও করেন খানিক তাঁরা। তখন তাঁদের সামলাতে পার্টির মজলিশ ছেড়ে একে একে এগিয়ে আসেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া,জসপ্রীত বুমরার মতো ভারতীয় ক্রিকেট দলের তারকারা। দেখা যায়, জ্যাকি শ্রফ, আরবাজ খান-কেও! আর এই বিজ্ঞাপন পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। এইমুহূর্তে রণবীরকে ‘রামায়ণ’ ছবিতে পরিচালনা করেছেন নীতেশ। অন্যদিকে আমিরের জনপ্রিয় ছবি ‘দঙ্গল’-এরও পরিচালক ছিলেন তিনি। তাহলে বুঝতেই পারছেন বিজ্ঞাপনের বাজেট কোন পর্যায় পৌঁছতে পারে?
একই ব্যাপারে অনুমান করে চোখ কপালে উঠেছে নেটপাড়ার বাসিন্দাদেরও। প্রথমত আমির খান এবং রণবীর কাপুরের মতো এইমুহূর্তে বলিউডের প্রথম সারির একেবারে উঁচুর দিকে থাকা দুই তারকা একসঙ্গে অভিনয় করছেন। ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সহ বাঘা বাঘা জনপ্রিয় ক্রিকেটারদের একফ্রেমে আনা, তাঁদের সঙ্গ দিচ্ছেন আবার জ্যাকি শ্রফ এবং আরবাজ। এককথায় পরিচালক থেকে অভিনেতা, সহ-অভিনেতারা-সবাই তারকা। এই বিজ্ঞাপনের বহর নেটপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, ভিডিওটি শুটের খরচ গড়পড়তায় ছুঁয়ে ফেলেছে ১০০ কোটি টাকা! এখনও পর্যন্ত ভারতীয় বিজ্ঞাপনের ইতিহাসের খরচের দিক থেকে সম্ভবত এই বিজ্ঞাপন-ই সবথেকে দামী! উল্লেখ্য, গড়পড়তায় ১ কোটি অথবা তার আশেপাশে থাকে বাংলা ছবির বাজেট। সেই নিরিখে এই বিজ্ঞাপনের বাজেটে অনায়াসে তৈরি হয়ে যেতে পারে ১০০টি বাংলা ছবি!
প্রথমবার একসঙ্গে তাঁদের দেখা গিয়েছিল ‘পিকে’ ছবিতে। তবে তা মাত্র কয়েক মুহূর্তের জন্য। ঐটুকু সময়ের জন্য আমির খান এবং রণবীর কাপুরকে দেখে মোটেই মন ভরেনি জনতামহলের। তারপর সেই কবে থেকে হা পিত্যেশ করে দর্শক বসে রয়েছেন এই দু’জন তারকাকে একসঙ্গে ছবিতে দেখার জন্য। তবে শেষমেশ শুনলেন তিনি শুনলেন। একসঙ্গে পর্দা কাঁপাতে এলেনন আমির এবং রণবীর। এবং এই বিজ্ঞাপনের খবর পোস্টার সহ ঘোষণা করেছিলেন রণবীরের স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট।
অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'
শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?
অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! অর্ণ মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে
‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক
পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে?
ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?
রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?
জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?
প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'!
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?
কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?
প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?
রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?
‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!